অতি উজ্জ্বল একটি তারা কি বিস্ফোরিত হবে?
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০, ০৭:৩৭
জ্যোতির্বিদরা এরইমধ্যে জেনেছেন যে এই তারাটি সুপারনোভায় বা মহা বিস্ফোরণের পর উজ্জ্বল নক্ষত্রে পরিণত হতে যাচ্ছে। কিন্তু শক্তিশালী এই বৃহৎ বিস্ফোরণ বা 'বিগ ব্যাং' এর সময় কতটা ঘনিয়ে এসেছে? বেটেলজাসের উজ্জ্বলতা কমে যাওয়ায় ধারণা করা হচ্ছে যে, এটি হয়তো শিগগিরই বিস্ফোরিত হবে বিশ্ব জুড়ে জ্যোতির্বিদরা তা সে অ্যামেচার কিংবা পেশাদার যেই হোন না কেন, আকাশের দিকে নজর রেখেছেন "জীবনে একবার আসে এমন একটি মুহূর্তের" সাক্ষী হওয়ার জন্য। তারা ধারণা করছেন, বেটেলজাস যেটি কিনা পৃথিবী থেকে দেখা যায় এমন উজ্জ্বলতম নক্ষত্রগুলোর একটি হয়তো সুপারনোভায় পরিণত হতে যাচ্ছে, আর এটা হতে যাচ্ছে ধারণা করা সময়ের চেয়ে অনেক আগেই।সহজ ভাষায় বলতে গেলে: বিস্ফোরিত হতে যাচ্ছে।