বই লিখেছিলেন স্বামী অভেদানন্দ, তবে 'মরণের পরে' কী হয়? শাস্ত্র যা বলছে...
এইসময় (ভারত)
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০, ১৭:৩৩
pravachan: বিশ্বাসীরা মনে করেন যে মৃত্যুর পর আত্মা স্থূল শরীর ত্যাগ করে সুক্ষ শরীর ধারণ করে। এই সুক্ষ শরীর সবাই চোখে দেখতে পায় না, বা অনুভব করতে পারে না। হিন্দু ধর্ম অনুযায়ী, যারা জীবদ্দশায় অত্যন্ত ভালো কাজ করে দিন কাটিয়েছেন, তাঁর মৃত্যুর পর স্বর্গে আরোহণ করেন এবং তাঁদের আর পুর্নজন্ম হয় না।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বই পরিচিতি
- ভারত