এনবিআরের সার্ভার হ্যাকড, ৭ বছরের শিশুর ই-টিন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-টিন সার্ভার হ্যাকড হয়েছে। সংঘবদ্ধ একটি চক্র এনবিআরের একজন কর্মকর্তার আইডি ও পাসওয়ার্ড জালিয়াতি করে অবৈধভাবে সার্ভারে ঢুকে ভুয়া ই-টিনের অনুমোদন দিয়েছে। এমনও দেখা গেছে, সাত বছরের শিশুর নামেও ই-টিন হয়েছে। এ রকম দুই শতাধিক ভুয়া ই-টিন শনাক্তের পর রমনা থানায় মামলা করেছে রাজস্ব বোর্ড। সেই মামলায় এক আয়কর আইনজীবীসহ দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে ঘটনা এখানেই থেমে থাকেনি, মামলায় আসামি হিসেবে রাজস্ব বোর্ডের একজন ডাটা এন্ট্রি অপারেটরের নাম থাকলেও চাপের মুখে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। যদিও রাজস্ব বোর্ড পরে তাঁকে সাময়িক বরখাস্ত করেছে। অন্যদিকে, তদন্ত শুরু হতে না–হতেই তদন্তকারী সংস্থাকে না জানিয়ে মামলাটি আর চালাবেন না বলে আদালতে হলফনামা দিয়েছেন মামলার বাদী। হলফনামায় বলা হয়েছে, জালিয়াতি করে ভুয়া ই-টিন তৈরিতে সরকারের রাজস্ব ক্ষতির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এ কারণে মামলাটি ‘চূড়ান্ত নিষ্পত্তি’ চান।