![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/01/26/416124d8406ac57f6b19b28ec3a197c7-5e2dc2a254776.jpg?jadewits_media_id=1504140)
ক্ষমা চেয়েছেন সালমা
প্রথম আলো
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০, ২২:৪৩
বইটি হাতে নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী সালমা হায়েক। পাশাপাশি অপরাহ উইনফ্রের প্রশংসা করে তিনি লিখেছিলেন, ‘ভাষাহীনকে ভাষা দেওয়া ও ঘৃণার বিপরীতে ভালোবাসার উদাহরণ সৃষ্টি করার জন্য তাঁকে ধন্যবাদ।’ এরপর অনলাইনে শুরু হয়ে যায় সমালোচনার ঝড়। শুক্রবার ‘বিতর্ক থেকে দূরে থাকতে চাই’ লিখে দ্রুত আগের পোস্টটি সরিয়ে ফেলেন সালমা।
- ট্যাগ:
- বিনোদন
- ক্ষমা প্রার্থনা
- সালমা হায়েক