![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/thumb/msid-73622956,width-1200,height-630,resizemode-4/year-ender-poll.jpg)
গান পাগলদের জন্য দুঃসংবাদ, বন্ধ হয়ে গেল 'আমার FM'
এইসময় (ভারত)
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০, ০৩:৪৬
business news: গত অক্টোবর মাস থেকে কর্মীদের বেতন বন্ধ হয়ে গিয়েছিল। তারপরও বেতন ছাড়াই কাজ করছিলেন আমার এফএমের কর্মীরা। অভিযোগ, কর্মী এবং শ্রোতাদের অন্ধকারে রেখে গত ২৩ ডিসেম্বর সরকারের কাছে আমার এফএম-এর লাইসেন্স সারেন্ডার করে হিটস এফএম রেডিয়ো কর্তৃপক্ষ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- এফএম রেডিও
- বন্ধ হয়ে গেলো
- ভারত