এ বছর সরকারিভাবে ১৭ হাজারের বেশি হাজি পাঠানো হবে
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০, ১৭:১৬
ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজারের বেশি লোক হজে পাঠানো হবে। সকল দেশের ৮০ ভাগ লোক সরকারি ব্যবস্থাপনার হজে আসেন। সরকারি ব্যবস্থাপনায় গেলে কোনো সমস্যা হওয়ার সুযোগ নেই। সরকারি ব্যবস্থাপনায় যারা হজে যান তারা জামাই আদরে হজ পালন করতে পারেন। আর যারা বেসরকারি ব্যবস্থাপনায় হজে যান তারা অত্যন্ত কষ্টের সাথে কান্না করতে করতে দেশে ফিরে আসেন। আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও ওলামা-মাশায়েখদের সাথে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় তিনি এসব কথা বলেন।