কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিউইয়র্কে ভ্যাপিংয়ের কারণে দুজনের মৃত্যু

প্রথম আলো প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০, ১৮:৪১

কমবয়সী ছেলেমেয়েদের মধ্যে ভ্যাপিং বা ই-সিগারেটের অভ্যাস মহামারি আকার নিয়েছে। এ নিয়ে বিধিনিষেধ জারি করা হলেও এর বিক্রি বন্ধ হয়নি। গত সপ্তাহে ভ্যাপিংয়ের কারণে নিউইয়র্কে আরও দুজন মারা গেছে। এ নিয়ে নিউইয়র্কে এ কারণে মৃত্যুর সংখ্যা চারজনে দাঁড়াল।নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনিতে ভ্যাপিং-সংক্রান্ত অসুস্থতার কারণে সম্প্রতি মারা যাওয়া দুজনের একজন নিউইয়র্ক নগরীর বাসিন্দা। অন্যজন অন্টারিও কাউন্টির। তাঁদের দুজনের বয়স যথাক্রমে ২০ ও ৫০ বছর। নিউইয়র্কে এ নিয়ে ভ্যাপিংয়ের কারণে সৃষ্ট জটিলতায় মৃত্যুবরণ করা মানুষের সংখ্যা চারে দাঁড়াল বলে জানানো হয়েছে গভর্নর দপ্তর থেকে।আমেরিকার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্যমতে, নিউইয়র্ক সিটিতে ভ্যাপিং-সংক্রান্ত অসুস্থতার ২২০টি প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ১৫০ জনের অসুস্থতার কারণ হিসেবে ই-সিগারেটকে শনাক্ত করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও