স্কুলছাত্রীর শ্লীলতাহানি, দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০, ১৮:০১
বাগেরহাটের শরণখোলায় দশম শ্রেণির এক ছাত্রীর শীল্লতাহানির অভিযোগে দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। ১৮ জানুয়ারি ওই উপজেলার রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলে এ ঘটনা ঘোটে। ২৩ জানুয়ারি রাতে মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর মা। আসামিরা হলেন- ওই স্কুলের প্রধান শিক্ষক মো. সুলতান আহম্মেদ ও সহকারী শিক্ষক মো. শাহিনুজ্জামান শাহিন। ভুক্তভোগী ছাত্রীর মা জানান, ১৮ জানুয়ারি তার মেয়ে রায়েন্দা সরকারী পাইলট হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নাম দিতে যায়। ওই সময় শিক্ষক শাহিনুজ্জমান শাহীন তাকে ডেকে নিয়ে নোংরা কথাবার্তা বলেন এবং শরীরের বিভিন্ন স্থানে হাত দেন। বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনিও শিক্ষক শাহিনের পক্ষ নিয়ে ওই ছাত্রীকে গালাগাল করে স্কুল থেকে বের করে দেন।