কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোপ খেয়ে দোকান থেকে দৌড়ে মহাসড়কে, গাড়িচাপায় মৃত্যু

প্রথম আলো প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০, ২৩:৩১

কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের চা-দোকানদার নাসির উল্লাহ খুনের ঘটনায় দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার ৭ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন ১৬৪ ধারায় এই জবানবন্দি রেকর্ড করেন।জবানবন্দি দেওয়া দুজন হলেন চান্দিনা উপজেলার বাখরাবাদ গ্রামের মোফাজ্জেল ওরফে মোয়াজ্জেম ও নাওতলা গ্রামের অটোরিকশাচালক সানাউল্লাহ। এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, অনৈতিক সম্পর্কের ঘটনায় জরিমানা দেওয়ার বিষয় নিয়ে ভর্ৎসনা করার জেরে নাসিরকে তাঁর দোকানে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে তিনি প্রাণরক্ষায় দোকান থেকে বেরিয়ে মহাসড়কে দৌড়াতে থাকেন। একপর্যায়ে একটি বাস বা ট্রাকের চাপায় নাসিরের মৃত্যু হয়। ১৩ জানুয়ারি সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নাওতলা এলাকার অন্তত দেড় কিলোমিটার এলাকা থেকে নাসির উল্লাহর শরীরের টুকরো টুকরো অংশ উদ্ধার করে পুলিশ ও এলাকাবাসী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও