পাকিস্তানের 'মুখরোচক' খাবার মিস করবেন মুশফিক

যুগান্তর প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০, ১৫:৫৭

পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তে যেন অন্তঃপীড়ায় ভুগছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের খেলা টিভিতে দেখতে হবে-সেটিই বেশি ভাবাচ্ছে তাকে। সোমবার ঢাকার এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। এর চুম্বুক অংশ তুলে ধরা হলো। বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিক। ক্যারিয়ারের শুরু থেকেই জাতীয় দলের নির্ভরতার প্রতীক তিনি। সাম্প্রতিক সময়েও ব্যাট হাতে ছন্দে আছেন মিস্টার ডিপেন্ডেবল। সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বিপিএলে ছুটিয়েছেন রানের ফোয়ারা। তবু পাকিস্তানে যাচ্ছেন না এ ডানহাতি ব্যাটার। কিন্তু কেন? মুশফিক বলেন, যেকোনো জায়গায় বাংলাদেশের হয়ে খেলা বড় সম্মানের। আসলে পরিবার শঙ্কিত থাকলে মন সায় দেয় না। শরীর ও মন একসঙ্গে কাজ না করলে সফল হওয়ার সম্ভাবনা কম থাকে। খেলতে যাচ্ছি না বলে অবশ্যই খারাপ লাগছে। দীর্ঘদিন পর পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। প্রায় এক যুগ পর। সেই দল আর এখনকার দলের মধ্যে রয়েছে ঢের তফাৎ। তো সিরিজে টাইগারদের কেমন সম্ভাবনা দেখছেন? জবাবে তিনি বলেন,বাংলাদেশ এখন আর সেই জায়গায় নেই।এক-দুজন খেলোয়াড়ের ওপর দল নির্ভর করে না। আমরা দুজন সিনিয়র ক্রিকেটারকে ছাড়া ভারতে টি-টোয়েন্টি ম্যাচ জিতেছি। এটা ভালো লক্ষণ। তরুণরা আছে, তারা ভালো খেলবে– সেই প্রত্যাশা করি। উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, পাকিস্তানের মাটিতে তারাই ফেভারিট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও