কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


অগ্রগতি শুধু পদ্মাতেই বাকিগুলো গতিহীন

সরকারের বিশেষ অগ্রাধিকার ফাস্ট ট্র্যাক ১০ প্রকল্পের মধ্যে পদ্মায় অগ্রগতি সন্তোষজনক। অন্যগুলোতে সন্তোষজনক অগ্রগতি হয়নি। প্রকল্পগুলো বেশিরভাগ ক্ষেত্রেই গতিহীন। আর্থসামাজিক উন্নয়ন, বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পদ্মা সেতু নির্মাণসহ মেগা ১০ প্রকল্প হাতে নেয় সরকার। জাতীয় গুরুত্ব বিবেচনায় এসব প্রকল্প বাস্তবায়নে বিশেষ নজর দিতে 'ফাস্ট ট্র্যাক'-এ অন্তর্ভুক্ত করা হয়। বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ বিভাগের (আইএমইডি) এক প্রতিবেদনে উপরোক্ত মন্তব্য করা হয়েছে।স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর ২০২১ সালের মধ্যে দেশকে উচ্চ মধ্যম আয়ের দেশের কাতারে ওঠার লক্ষ্য সামনে রেখে এসব প্রকল্প হাতে নেওয়া হয়। বেশিরভাগ প্রকল্পের অগ্রগতি কম। এর মধ্যে সবচেয়ে আলোচিত প্রকল্প পদ্মা সেতুর বাস্তবায়ন অগ্রগতি ভালো। গত ডিসেম্বর পর্যন্ত এ প্রকল্পের মূল সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে ৮৫ দশমিক ৫ শতাংশ। চলতি জানুয়ারিতে আরও ১ শতাংশ কাজ শেষ হবে। সেতুর জাজিরা এবং মাওয়া দুই প্রান্তে সংযোগ সড়ক নির্মাণ, নদীশাসনসহ অন্যান্য মিলে সার্বিক বাস্তবায়ন অগ্রগতি ৭৬ দশমিক ৫০ শতাংশ। কাজের গতি অনুযায়ী চলতি বছরই প্রকল্পের নির্মাণকাজ শেষ হওয়ার কথা। আগামী বছরের জুন নাগাদ পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা আছে সরকারের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন