দুরন্ত সেঞ্চুরি রোহিতের, ৩য় দ্রুততম হিসেবে 9K ODI রানের ক্লাবে প্রবেশ
এইসময় (ভারত)
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০, ২০:৪৭
news: ১১০ বল খেলে কেরিয়ারের ২৯তম ODI শতরান করেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি তাঁর অষ্টম সেঞ্চুরি। আরও একটি মাইলস্টোন গড়েন রোহিত। সৌরভকে পেছনে ফেলে দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে ৯০০০ ODI রান শিকারের কৃতিত্ব থেকে মাত্র ৪ চার দূরে ছিলেন ২০১৯ সালের ICC বর্ষসেরা ODI ক্রিকেটার।