![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/01/19/d2195f7bb62df94b950748f853af006d-5e23dc3655e1a.jpg?jadewits_media_id=1501987)
আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগতীরে লাখো মুসল্লি
প্রথম আলো
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০, ১০:৩১
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে লাখো মুসল্লির ঢল নেমেছে। আজ রোববার সকাল থেকে ইজতেমা ময়দানে শুরু হয়েছে আখেরি মোনাজাতের প্রস্তুতি। আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে শুরু হবে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা জামশেদ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হবে এ বছরের ইজতেমা।