![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F01%2F19%2Fijtema_0.jpg%3Fitok%3Dsxy3dPcS)
ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ
মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনায় টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাত শেষে মুসল্লিরা জোটবদ্ধ হয়ে ইসলামের দাওয়াতের কাজে বের হবেন। বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের জন্য আজ সকাল থেকেই চলছে হেদায়েতি বয়ান। হেদায়েতি বয়ান করছেন ভারতের নিজামুদ্দিন মারকাজের মাওলানা জমশেদ। হেদায়েতি বয়ান শেষে আজ বেলা সাড়ে ১১টা থেকে বেলা ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।