![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2019December/jamal-2001181341.jpg)
প্রোফাইল ছবি থেকে ভালবাসা, অতঃপর বিয়ে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০, ১৯:৪১
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাতিয়ানার সঙ্গে। বলা যায় অনেকটা হঠাৎ করেই প্রেমে পড়ে যান জামাল। মুঠোফোনের পর্দায় ভেসে ওঠা ছবি থেকে ভালো লাগা, তারপর প্রেম ও শেষ পরিণতি বিয়ে। কিভাবে হয়ে গেলো এতকিছু? বেশ খোলামনেই সব জানিয়েছেন তিনি। জামাল ভূঁইয়ার ভালবাসার মানুষকে প্রথম দেখার গল্পটা অনেকটা কাকতালীয়। প্রথম দেখার বিষয়ে তিনি জানান, ‘পরিবার থেকে বিয়ের চাপ থাকলেও ফুটবল নিয়েই বেশ মেতে ছিলাম। একদিন বাবার ঘনিষ্ঠ বন্ধু মনির চাচা মাথায় হাত বুলিয়ে বলেন, আমার বন্ধুর সুন্দরী এক মেয়ে আছে। তোমার ভালো লাগতে পারে।’