 
                    
                    ছায়ানটে জমজমাট নৃত্য উৎসব
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০, ১৩:১৯
                        
                    
                টানা কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও ছায়ানট আয়োজন করেছে নৃত্য উৎসব। গতকাল শুক্রবার ছায়ানট মিলনায়তনে এ উৎসবের আয়োজন করেছে। শীতের সন্ধ্যায় নানান ধারার নাচের এ আয়োজনটি ছিল অনবদ্য। নয়নজুড়ানো সেই নাচ দেখতে নৃত্যানুরাগীরা সমবেত হয়েছিলেন ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে। একক ও দলীয় পরিবেশনায় দর্শনার্থীরা একসঙ্গে উপভোগ করেছেন শাস্ত্রীয় নাচের পাঁচটি ধারার নৃত্য। মণিপুরি নাচের আশ্রয়ে শুরু হয়...
- ট্যাগ:
- বিনোদন
- জমজমাট
- ছায়ানট
- নৃত্য উৎসব
- ঢাকা
 
                    
                