গাছের অনুভূতি প্রকাশে যন্ত্র
সমকাল
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০, ১০:৫০
শখের বশে বাড়ির ছাদ, বারান্দা বা টেবিলে গাছ পোষে অনেকেই। অবশ্য এর সঠিক যত্ন নিতে পারে খুব কম লোকই। এটি একটি পোষা প্রাণীর মতো, যদিও তা অনুভূতি প্রকাশ করতে পারে না। তবে গাছেরও তো প্রাণ আছে। তার আহারের প্রয়োজন হয়, পানীয়ের প্রয়োজন হয়, মৌলিক চাহিদা রয়েছে আলো-বাতাসেরও। এই বিষয়গুলো গাছপালার মালিককে বোঝানো কিংবা গাছের অনুভূতি মালিকের কাছে পৌঁছানোর পদ্ধতিও শেষমেশ আবিষ্কার হলো।