ওভার দ্য টপ (ওটিটি) কলের বাজার ক্রমাগত প্রসারিত হচ্ছে। তাই দেশের বাজারে সরাসরি চ্যানেলে আন্তর্জাতিক কল শুধু গত এক অর্থবছরে প্রায় ৪০ শতাংশ কমেছে এবং তা অব্যাহত রয়েছে।শ্বজুড়ে ওটিটি (হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জার ইত্যাদি) কলের বাজার চলতি বছরের শুরুতে ছিল ৮৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৭ লাখ ৩৭ হাজার কোটি মার্কিন ডলার। তবে ওটিটি কলের বাজারে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো অবস্থান নেই। এমন প্রেক্ষাপটে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চালুর সুযোগ সৃষ্টির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরে যেখানে আন্তর্জাতিক ইনকামিং কলের পরিমাণ ছিল এক হাজার ৯৯০ কোটি মিনিট, সেখানে ২০১৮-১৯ অর্থবছরে এটি দাঁড়িয়েছে এক হাজার ২১৩ কোটি মিনিট। অর্থাৎ, এক বছরেই কমেছে প্রায় ৭৭৭ কোটি মিনিট কল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.