‘নির্দেশনায়’ বাণিজ্য ৩০ কোটি, স্থবির ডিজিটাল হাজিরা!

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০, ২২:০৯

ব্যাপক অনিয়ম ও সমন্বয়হীনতার কারণে মুখ থুবড়ে পড়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বায়োমেট্রিক হাজিরা মেশিন চালুর প্রকল্প। অভিযোগ উঠেছে, নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে নিম্নমানের এ মেশিন কেনার ‘নির্দেশনা’ দেয়া হয়। ‘নির্দেশনা’ পেয়ে যেসব বিদ্যালয় মেশিন কিনেছে, তাদের অধিকাংশই এখন অকেজো হয়ে পড়েছে। প্রতিটি মেশিন কেনা-বাবদ ১৩ থেকে ১৮ হাজার টাকার অবৈধ ‘বাণিজ্য’ হয়েছে। অর্থাৎ প্রকল্পটি থেকে হাতিয়ে নেয়া হয়েছে ২০ থেকে ৩০ কোটি টাকা। অসাধু এ চক্রের নেতৃত্বে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ঢাকা বিভাগের এক উপ-পরিচালকসহ অনেকে রয়েছেন বলে জানা গেছে। অনৈতিক ‘বাণিজ্যের’ বিষয়টি জানাজানি হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আর কোনো ডিজিটাল হাজিরা মেশিন না কিনতে নতুন করে নির্দেশনা দেয়া হয়েছে। সে কারণে যেসব বিদ্যালয় আগেই কিনেছে, সেখানেও বায়োমেট্রিক হাজিরা মেশিন ব্যবহার হচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও