বাকপ্রতিবন্ধী যুগলের বৌভাতে ৮০০ প্রতিবন্ধী

সমকাল প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০, ২১:২৩

ছোটকাল থেকেই তোতা পাখির মতো অনর্গল কথা বলতেন জান্নাতুল ফেরদৌস কিং। কিন্তু জন্মের পঞ্চম বছরে পদার্পণ করার আগেই তিনি টাইফয়েডে আক্রান্ত হন। এর ছয় মাসের মাথায় তার জবান চিরদিনের মতো বন্ধ হয়ে যায়। আর বাকপ্রতিবন্ধী হয়েই জন্মগ্রহণ করেন জহিরুল ইসলাম। তবে তিনি মেধার জোরে চাঁদপুর থেকে এইচএসসি পাস করেন। গাজীপুরের কোনাবাড়িতে কেয়া কসমেটিক্স কারখানায় তিনি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত। গত বুধবার কোনাবাড়ির জরুন এলাকায় মহা ধুমধামে এ দু'জনের বৌভাতের অনুষ্ঠান হয়ে গেল।অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বাকপ্রতিবন্ধী যুগলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সাড়ে আটশ' বাকপ্রতিবন্ধী যোগ দেন। শুধু তাই নয়, কেয়া কসমেটিক্সের পরিচালক, কাউন্সিলরসহ আরও তিন শতাধিক অতিথি এ অনুষ্ঠানে আপ্যায়িত হন।এ আয়োজনের পুরো দায়িত্বেও ছিলেন বাকপ্রতিবন্ধীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও