প্রেমিকাকে খুনের কথা এভাবে স্বীকার করলেন তিনি
প্রথম আলো
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০, ২১:০৯
প্রেমিকাকে হত্যার পর টেলিভিশন চ্যানেলে তার দায় স্বীকার করলেন প্রেমিক। ভারতের চণ্ডীগড়ে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হত্যার দায় স্বীকার করে দেওয়া বক্তব্য প্রচারিত হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সংবাদমাধ্যমের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে ভারতে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম মনিন্দর সিং। তাঁর বয়স ২৭ বছর। সম্প্রতি ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজএইটিনের স্থানীয় কার্যালয়ে হাজির হয়ে তিনি অপরাধ স্বীকার করার ইচ্ছা প্রকাশ করেন। এরপর ওই চ্যানেলের কর্মীরা মনিন্দরকে স্টুডিওতে নিয়ে যান। পরে সেখানে এক অনুষ্ঠানে খুন করার কথা স্বীকার করেন মনিন্দর।