![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/01/16/81ca64da7f60ba5c511a994f85b4fa47-5e1fee1d56ca6.jpg?jadewits_media_id=1501242)
সেলেনার চিঠি, প্রাপক বিবার
প্রথম আলো
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০, ১১:১০
সবাইকে চমকে দিয়ে নির্ধারিত সময়ের আগেই নিজের তৃতীয় অ্যালবাম রেয়ার নিয়ে হাজির হয়ে গেছেন সেলেনা গোমেজ। ভালোবাসা, কষ্ট, ভেঙে পড়া, আবার ফিনিক্স পাখির মতো জ্বলে ওঠা—সব মিলিয়ে রেয়ার সাধারণ কোনো অ্যালবাম নয়। সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখা সেলেনা ব্যক্তিজীবন আর অনুভূতিগুলো ভক্তদের কাছে পৌঁছে দিয়েছেন নতুন অ্যালবামের গানগুলোর মধ্য দিয়ে। অনেক কষ্ট পেরিয়ে…কী নিয়ে এত কষ্ট সেলেনা গোমেজের?...