![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/01/15/1cdd291ebc7a3d70ce7de4137c725bdb-5e1ebe256a58d.jpg?jadewits_media_id=1501010)
ধ্বংসের কিনারে পুরাকীর্তি
প্রথম আলো
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০, ১৩:২১
রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের কিনারে পুরোনো পিরোজপুরের রায়েরকাঠী রাজবাড়ি। রাজবাড়ির ভবনগুলোর ছাদ ভাঙা। দেয়ালের পলেস্তারা খসে পড়ে জরাজীর্ণ হয়ে পড়েছে। কয়েকটি ভবন সম্পূর্ণ ভেঙে গেছে। রাজবাড়ির নবরত্ন মঠসহ তিনটি মঠের কিছু অংশ ভেঙে গেছে। সাড়ে ৩০০ বছরের এই নিদর্শন বিলীন হওয়ার পথে। খোঁজ নিয়ে জানা গেছে, রাজবাড়ির ৭৫ ফুট উচ্চতার ১১টি মঠের একটি সম্প্রতি সংস্কার করা হয়েছে। আরও দুটি সংস্কারের উদ্যোগ নেওয়া...