![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/thumb/msid-73267013,width-1200,height-630,resizemode-4/year-ender-poll.jpg)
গঙ্গাসাগরে ই-স্নানের ঝড়, আবেদন জমা পড়েছে ৭ হাজারের বেশি
এইসময় (ভারত)
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০, ১৩:০৬
24pargana news : ই-স্নান ওয়েবসাইটে আবেদনের ঝড় বইছে। যেখানে সামান্য খরচে বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে গঙ্গা জল-সহ পুজোর সামগ্রী। জেলা প্রশাসন সূত্রে খবর, গত শুক্রবার মেলা শুরুর দিন থেকে এখনও পর্যন্ত সাত হাজারের বেশি আবেদনপত্র জমা পড়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আবেদন
- গঙ্গা নদী
- ভারত