ক্রিকেট কূটনীতিতে জয় হলো কার, বিসিবি না পিসিবির?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২০, ২১:২৬
‘সেই তো নখ খসালি, তবে কেন লোক হাসালি?’ গ্রাম বাংলার বহুল প্রচলিত প্রবাদ। দুঃখজনক হলেও সত্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা হয়েছে ঠিক তাই। যাব না, পাকিস্তান যাব না। আর গেলেও এক সপ্তাহের বেশি থাকবো না। থাকা যাবে না। পাকিস্তানে মোটেই জীবনের নিরপত্তা নেই। রাজ্যের নিরাপত্তা হুমকি বিরাজমান। নানারকম ঝক্কি আর ঝুঁকি আছে সেখানে। তারপরও সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমতি মিলেছে বড়জোর ৭ থেকে ৮ দিনের জন্য পাকিস্তান থাকার ব্যপারে। তা জানিয়েই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ৪৮ ঘণ্টা আগে স্থানীয় প্রচার মাধ্যমকে জানিয়েছেন, কোনোভাবেই পাকিস্তানে সাত থেকে আট দিনের বেশি অবস্থান করা যাবে না। তাই আমরা আপাততঃ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছি।