ফেব্রুয়ারিতে ওমরা হজে যাব: অহনা
আরটিভি
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২০, ১৬:৫৩
দেশীয় টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। গেল কয়েক বছর ধরে নিয়মিত অসংখ্য টেলিভিশন ধারাবাহিক-খণ্ড নাটকে কাজ করেছেন তিনি। শুটিং নিয়ে এতোটাই ব্যস্ত ছিলেন যেন দম ফেলার ফুসরত পেতেন না 'চাকরের প্রেম' সিনেমার এই নায়িকা। আর হ্যাঁ এ সময় নাটকে অভিনয়ের পাশাপাশি 'দুই পৃথিবী' এবং 'চোখের দেখা' চলচ্চিত্রেও দেখা যায় অহনাকে। অথচ চলচ্চিত্রে একাধিক কাজের প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত টিভি মিডিয়াতেই স্থায়ী হন অহনা।
- ট্যাগ:
- বিনোদন
- অভিনেত্রী
- ওমরাহ হজ
- অহনা রহমান
- ঢাকা