সুপার কাপের শিরোপা রিয়ালের
এনটিভি
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০, ১৬:১০
গোলরক্ষক থিবো কোর্তোয়ার দুর্দান্ত পারফরমেন্সে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ফাইনালের নির্ধারিত সময়ের ম্যাচের গোলশূন্য ড্র ছিল। পেনাল্টিতে বেলজিয়ামের গোলরক্ষক কোর্তোয়া প্রতিপক্ষ থমাস পার্টির পেনাল্টি রুখে দেন। এর আগে সাওল নিগুয়েজের শট পোস্টে লেগে ফেরত আসে। বিপরীতে দানি কারভাহাল, রডরিগো, লুকা মদ্রিচ তাদের নিজেদের শটগুলো পোস্টে পাঠিয়ে রিয়ালকে সুবিধাজনক অবস্থানে নেওয়ার পর সার্জিও রামোস জয়সূচক শটটি নেন। আর এতেই রিয়াল মাদ্রিদের মৌসুমের প্রথম শিরোপা নিশ্চিত হয়। অতির