ব্যথা উপশমে রুমকীর সাফল্য
প্রথম আলো
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০, ১২:০৯
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামনের দিনগুলোতে যেসব পেশার প্রাবল্য বাড়বে বলে মনে করে, তার সিংহভাগজুড়েই রয়েছে কেয়ার গিভিং বা মানবসেবা। কারণটা সহজ। এই কাজগুলো মানুষের মতো মমতা নিয়ে কোনো রোবট আগামী ৩০ বছরে করতে পারবে বলে মনে হয় না। অন্যদিকে যানজটের কারণে দিনের বেশির ভাগ সময় যানবাহনে বসে থাকা, খেলার মাঠ না থাকায় খেলাধুলার অভাব আর হাঁটার রাস্তা না থাকায় সকালে বা বিকেলে হাঁটতে না পারা—শহরগুলোতে...