![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2019%2F11%2F28%2Fhc.jpg%3Fitok%3DDcviLQje)
ভোট পেছানোর রিট শুনানির আগেই বাদ
এনটিভি
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২০, ১৬:৪০
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন শুনানির আগেই কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। তবে রিটটি শুনানির জন্য অপর বেঞ্চে যাবেন বলে জানান রিটকারীর আইনজীবীরা। আজ রোববার হাইকোর্টের বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ করার আদেশ দেন। রিট আবেদনকারী আইনজীবী অশোক কুমার ঘোষ বলেন, ‘রিটটি এই আদালতের এখতিয়ারভুক্ত না হওয়ায় তা কার্যতালিকা থেকে বাদ দিয়ে অন্য বেঞ্চে উপস্থাপন করতে বলেছেন আদালত।’ ‘সে হিসেবে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো.