বিবর্ণ পাহাড়ে সবুজ বিপ্লব
বান্দরবানে আমাদের জন্য সর্বশেষ চমক ছিল প্রায় ২৯ প্রজাতির বাঁশ নিয়ে গড়ে ওঠা ব্যাম্বোরিয়াম। এখানে আছে নানান আকৃতি আর গড়নের বাঁশ। প্রবেশপথেই প্যাঁচাবাঁশ আর লাঠিবাঁশ চোখে পড়বে। তারপর ঢুলিবাঁশ, বরাকবাঁশ, ভুদুমবাঁশ, বাইজ্জা, পলিমারফিসহ আরও অনেক বিচিত্র বাঁশ চোখে পড়ল। এখানে শুধু উদ্ভিদই নয়, পাশাপাশি অন্যান্য প্রাণসম্পদও যথাযথভাবে সংরক্ষিত হচ্ছে। একঝাঁক মেধাবী তরুণ প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি মানবিক সমাজ
- ট্যাগ:
- মতামত
- পাহাড়
- সবুজ বিপ্লব