You have reached your daily news limit

Please log in to continue


ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ নোমানের

চট্টগ্রাম-৮ উপনির্বাচনকে সামনে রেখে নৌকার প্রার্থীর পক্ষে ভোটারদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের মতবিনিময় সভায় এই অভিযোগ করেন নোমান। আজ শনিবার দুপুরে নগরের জামালখানের একটি রেস্তোরাঁয় এ সভা হয়। সভায় নগর বিএনপির সভাপতি আবু সুফিয়ান ইভিএমে ভোট নিয়ে অতীত অভিজ্ঞতার আলোকে শঙ্কার কথা তুলে ধরেন। আবদুল্লাহ আল নোমান বলেন, ‘নির্বাচনী প্রচার-প্রচারণায় আমরা যেটা দেখেছি, মানুষ জেগে উঠেছে। মানুষের জোয়ারের কাছে ইভিএম–ষড়যন্ত্র খড়কুটোর মতো ভেসে যাবে। আতঙ্ককে জয় করে মানুষ যখন মাঠে নেমেছে, তাহলে ইভিএম নিয়ে কারচুপির ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না। ভোটে কোনো কারচুপি হলে আমরা জনগণকে নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব।’ ভোটার এবং বিএনপি নেতা–কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ করে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘হুমকির বিষয় প্রশাসনকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখবে বলে আমাদের আশ্বস্ত করেছে। আমি গণতন্ত্রের জন্য লড়াই করেছি। ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসনকে চোখ খোলা রাখার আহ্বান জানাচ্ছি। তাদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন