You have reached your daily news limit

Please log in to continue


যে দ্বীপের জনসংখ্যা মাত্র ১৬ জন

সমুদ্রের মাঝে ছোট্ট একটি দ্বীপ। বাসিন্দা মাত্র ১৬ জন। তাদের নিজস্ব প্রশাসনিক ব্যবস্থাও রয়েছে। এক দৌড়ে দ্বীপের এক মাথা থেকে আরেক মাথায় যাওয়া যাবে। তবে অত্যন্ত প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে এখানে বেঁচে থাকতে হয়। জার্মানির এ দ্বীপের নাম ওল্যান্ড আইল্যান্ড। এটিকে বলা হয় জার্মানির উত্তর সাগরে অবস্থিত তথাকথিত ‘হলিং আইল্যান্ড’।  এ সাগরে রক্ষাপ্রাচীর বিহীন ছোট ছোট দ্বীপকে হলিং আইল্যান্ড বলা হয়। এসব দ্বীপ সামান্য ঝড় বা বড় ঢেউয়ের কারণেই প্লাবিত হয়ে যায়। কিন্তু এরপরও দ্বীপ ছাড়তে চান না বর্তমান বাসিন্দারা।নির্জন দ্বীপে থাকতে ভয় করে কি না জানতে চাইলে হ্যানস রিচার্ড বলেন, না...আসলেই ভয় লাগে না। তবে বন্যার সময় পানি যখন দ্বীপের অনেক উপরে উঠে আসে সে সময়টা আমাদের জন্য খুব ঝুঁকির। তবে এতেও আমরা ভীত হই না। বিশ শতকের শুরুতে ওল্যান্ড দ্বীপের অস্তিত্বের লড়াই শুরু হয়। ওই সময় ব্লক বসিয়ে দ্বীপের চারপাশে বাঁধ দেয়া হয়। এ কারণেই এ দ্বীপের বাসিন্দারা এখনো টিকে আছেন।দ্বীপের বাসিন্দাদের চলাচলের একমাত্র বাহন রেল ওয়াগনবেটিনা ফ্রিয়ার্স তার ওল্যান্ড দ্বীপে আসার স্মৃতি রোমন্থন করে বলেন, আমি মেট্রো স্টেশনে এসে দোটানায় পড়ে গেলাম। যাবো কি যাবো না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন