টুনা মাছ বিক্রি হলো ৩৯ কোটি টাকায়

প্রথম আলো টোকিও প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ১৬:২১

জাপানের রাজধানী টোকিওতে একটি মাছবাজারে বিশাল আকারের একটি টুনা মাছ রেকর্ড দামে বিক্রি হয়েছে। গতকাল সোমবার সকালে মাছটি যে দামে বিক্রি হয়েছে, তা শুনে যে কারও চক্ষু চড়কগাছ হয়ে যাবে। মাছটি বিক্রি হয়েছে টোকিওর তোয়োসু মাছবাজারে। এ বছর এ বাজারে এটাই প্রথম নিলামে টুনা মাছ বিক্রি।


ব্লুফিন বা নীল পাখনার ওই টুনা মাছের ওজন ২৪৩ কেজি। বিক্রি হয়েছে ৩২ লাখ মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় ৩৯ কোটি টাকার বেশি।


মাছটি জাপানের ঐতিহ্যবাহী খাবার সুশি তৈরিতে ব্যবহৃত হবে। জাপানের বিখ্যাত সুশি চেইন রেস্তোরাঁ ‘সুশি জানমাই’ নিলামে ওই মাছ কিনে নিয়েছে। দেশজুড়ে তাদের সুশি রেস্তোরাঁগুলোতে এখন ওই মাছ দিয়ে সুশি তৈরি হচ্ছে।


কোম্পানির প্রেসিডেন্ট কিয়োশি কিমুরা বলেন, ‘বছরের প্রথম টুনা সৌভাগ্য বয়ে আনে।’


এ বিশ্বাস থেকেই প্রতিবছর টোকিওর মাছবাজারে বছরের প্রথম টুনা মাছ নিলামে লাখ লাখ ডলারে বিক্রি হয়। তবে এবারের দাম তোয়োসু মাছবাজারের অতীত ইতিহাসকে ছাড়িয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও