
গণতন্ত্র কি উধাও? ইন্দিরাকে আচার্য পদ থেকে পদত্যাগ করানো JNU আজ রক্তাক্ত!
এইসময় (ভারত)
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২০, ২৩:৪৬
nation: জরুরি অবস্থার সময়ে জেএনইউ ক্যাম্পাসেই ইন্দিরা গান্ধীর বক্তৃতার সময়ে ছাত্রছাত্রীরা এমন স্লোগান তুলেছিল যে রেডিয়োয় প্রধানমন্ত্রীর গলা স্লোগানে চাপা পড়ে যায়। জরুরি অবস্থার পরেই ছাত্র সংসদের নেতারা ইন্দিরার বাড়ি গিয়ে তাঁর সামনেই দাবি তোলেন, তাঁকে জেএনইউ-র আচার্য হিসেবে পদত্যাগ করতে হবে। ছাত্র সংসদের সে দিনের নেতা সীতারাম ইয়েচুরির দাবিপত্র পাঠ প্রথম দিকে হাসি মুখেই শুনেছিলেন ইন্দিরা। পরে গম্ভীর হয়ে ঢুকে যান ঘরে। ঠিক তার পরের দিনই আচার্য পদ থেকে পদত্যাগ করেন তিনি।