সামান্য ব্যবধানে যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটে পাস হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল’ বিল। এরমাধ্যমে প্রস্তাবিত এ বিলটি আরেকটি বড় প্রতিবন্ধকা পার করল।
বিলটি নিয়ে সিনেটে ২৪ ঘণ্টার বেশি বিতর্ক হয়েছে। তবে তাও এটি পাস হচ্ছিল না। এরপর ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ‘টাই-ব্রেকিং’ ভোট দিয়ে সামান্য ব্যবধানে এটি পাস করান।
এটি এখন আবারও আইনসভার নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেনটেটিভে যাবে। যেখানে বিলটি আরও বাধার মুখে পড়বে। এরআগে ট্রাম্পের দল রিপাবলিকানের প্রতিনিধিরা মাত্র এক ভোটের ব্যবধানে বিলটি হাউজ অব রিপ্রেজেনটেটিভে পাস করে সিনেটে পাঠিয়েছিলেন।