![](https://media.priyo.com/img/500x/https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2020/01/81822949_783987025401423_3059974210521661440_n.jpg)
শাহজালালে কোটি টাকার সোনাসহ ৩ পরিচ্ছন্নতাকর্মী আটক
আমাদের সময়
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২০, ১৫:১৫
সুজন কৈরী : আটক তিনজন হলেন,মো. সুমন শিকদার (৩৪), মো. শাহিন হোসেন (২৭) ও মো. বেলাল আকন (২৮)। শনিবার সকাল ১১ টা ২০ মিনিটে বিমানবন্দরের কনকোর্স হল থেকে তাদের আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ। ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, সকাল ১০ টা ২৫ মিনিটে আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে বাংলাদেশ বিমানের …