গ্যালারিতে ‘চার-ছক্কা’ নিষিদ্ধ করল ভারত
আগামীকাল শুরু হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। গুয়াহাটির ভূপেন হাজারিকা স্টেডিয়ামের এ ম্যাচ নিয়ে বেশ উত্তেজিত আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। তবে নিজেদের উত্তেজনা সমর্থকদের মধ্যে ছড়াতে নারাজ তারা। এ কারণে আগামীকাল মাঠে যে কোনো ধরনের পোস্টার নেওয়া নিষিদ্ধ করেছে এসিএ। শুধু পোস্টার নয়, ব্যানার বা বার্তা সংবলিত কাগজ নেওয়া নিষিদ্ধ করেছে তারা। এমনকি ক্রিকেট মাঠের অতি পরিচিত ‘চার’ এবং ‘ছক্কা’প্ল্যাকার্ডও কাল মাঠে নিতে দেওয়া হবে না। এসিএ দাবি করেছে এ নিষেধাজ্ঞার সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইনের কোনো সম্পর্ক নেই। বিতর্কিত আইনটি নিয়ে বেশ ক্ষুব্ধ আসামের মানুষ। এ নিয়ে বিক্ষোভকারী ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে আসামে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। কারফিউ জারি করা হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এসিএর সাধারণ সম্পাদক দেবজিত সাইকিয়া জানিয়েছেন স্টেডিয়ামে পোস্টার-ব্যানার বা চার-ছক্কা প্ল্যাকার্ড নিষিদ্ধের জানিয়েছেন, সংশোধিত নাগরিকত্ব আইন নয়, অনুমতি ছাড়া কেউ যেন বিজ্ঞাপন দেখাতে না পারে সেটা নিশ্চিত করতেই এটা করা হয়েছে।