এবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ বেঁধে যেতে পারে : ইরাকের প্রধানমন্ত্রী
এনটিভি
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২০, ২১:০০
ইরানের জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করার কারণে মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আমেরিকার প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল-মাহদি। ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমান বন্দরে শুক্রবার ভোরে মার্কিন বিমান হামলায় জেনারেল সোলেইমানি ও হাশদ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহাদিস নিহত হন। ইরাকি প্রধানমন্ত্রী এ হামলাকে দেশটির বিরুদ্ধে আগ্রাসন হিসেবে উল্লেখ করেন। তিনি কঠোর ভাষায় বলেন, ইরাকি সামরিক কমান্ডারকে সরকারি ঘাঁটিতে হত্যা করা দেশটির বিরুদ্ধে আগ্রাসন ছাড়া আর কিছু নয়। এ আগ্রাসন ইরাকের সরকার ও জনগণের বিরুদ্ধে চালানো হয়েছে।