খুলনা টাইগার্সের হয়ে খেলবেন হাশিম আমলা প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এলেন দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান হাশিম আমলা। মুশফিকুর রহীমের দল খুলনা টাইগার্সের হয়ে বিপিএলের বাকি ম্যাচগুলোতে খেলবেন তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর যোগ দেন দলের সঙ্গে। সিলেট পর্ব দিয়ে বিপিএলে অভিষেক হতে যাচ্ছে এ অভিজ্ঞ তারকার। সাধারণত টেস্ট ও ওয়ানডের জন্য বিশেষ পরিচিতি হলেও, টি-টোয়েন্টি ক্রিকেটেও কম যাননি আমলা। বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে এখনো পর্যন্ত ১৫৪ ম্যাচ খেলেছেন। যেখানে ১২৬ স্ট্রাইকরেটে ৪২৮৪ রান করেছেন আমলা। তার নামের পাশে রয়েছে ২৭টি হাফসেঞ্চুরি ও ২টি সেঞ্চুরি। বঙ্গবন্ধু বিপিএলে এখনো পর্যন্ত দারুণ খেলছে খুলনা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.