নতুন বছরে পরমাণু কর্মসূচির আরো আধুনিকায়নের ঘোষণা কিম জং উনের
এনটিভি
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২০, ১১:২০
পরমাণু কর্মসূচির আরো আধুনিকায়ন এবং অদূর ভবিষ্যতে নতুন নতুন কৌশলগত অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর খবরে বলা হয়, নতুন বছরের প্রথম দিন কিমের বার্তাটা ছিল মূলত যুক্তরাষ্ট্রের জন্যই। কেননা, পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা পুনরায় শুরু করার জন্য যুক্তরাষ্ট্রকে বেঁধে দেওয়া সময়সীমা মঙ্গলবার শেষ হয়েছে। উত্তর কোরিয়ার নেতাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি আরো জানায়, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়া এবং সেইসঙ্গে নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রেখে কোরীয় উপদ্বীপকে পরামাণু নিরস্ত্রীকরণের দাবি তোলা যুক্তরাষ্ট্রের গুণ্ডামি ও শত