'থার্টি ফার্স্ট নাইটে' বাড়াবাড়ি বন্ধে ব্যবস্থা নিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী

সমকাল প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ১৪:১২

'থার্টি ফার্স্ট নাইটে' কেউ যেন বাড়াবাড়ি করতে না পারে সেজন্য সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় বক্তৃতাকালে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'থার্টি ফার্স্ট নাইটে আগে যেমন হুলস্থূল করা হতো, রাস্তাঘাট বন্ধ করে ভয়াবহ যে পরিস্থিতি তৈরি করা হতো, সে রকম যাতে না হয়, সবাই যাতে ভালোভাবে আনন্দ প্রকাশ করতে পারে, কেউ যেন বাড়াবাড়ি করতে না পারে সেজন্য আমরা আগে থেকেই ব্যবস্থা নিয়েছি।''থার্টি ফার্স্ট নাইট' উদযাপন ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার কোনো আশঙ্কা নেই জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, 'এখন পর্যন্ত আমাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য নেই। আমি আশা করি, সুন্দরভাবে আমরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন এবং আগামী বছরকে আহ্বান করতে পারবো। আগামী বছরের দিকে আমরা তাকিয়ে রইলাম।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও