![](https://media.priyo.com/img/500x/https://media.priyo.com/image/fetch/q_auto,w_640/https://sharebiz.net/wp-content/uploads/2019/12/Editorial-1-1-702x336-1-702x336-1-13-2-2.jpg)
মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম এবং দীর্ঘমেয়াদি চাহিদা হচ্ছে আবাসন। দেশের অর্থনীতির চালিকাশক্তির একটি প্রধান খাত হচ্ছে আবাসন খাত, যা স্বাধীনতাপরবর্তী অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। যেখানে অবকাঠামো, শিল্প ও যোগাযোগ খাত অধিক প্রাধান্য পাচ্ছে, সেখানে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ এবং মৌলিক অবদান রাখতে পারা আবাসন খাত আরও বৃহৎ পরিসরে এবং উদ্ভাবনমুখী ফোকাসের দাবিদার। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের ধাপগুলো নির্ভর করে অবকাঠামোগত উন্নয়নের ওপর।