হংকংয়ে সংঘর্ষের পর বিক্ষোভকারীদের উপর পিপার স্প্রে করেছে পুলিশ, আটক ১৫
আমাদের সময়
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ১২:৩৩
শাহনাজ বেগম : পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে শনিবার ফের উত্তপ্ত হয়ে উঠেছে হংকং। পরে পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ এবং পিপার স্পে (মরিচরে গুড়া নিক্ষেপ) করে। আটক করা হয়েছে ১৫ জনকে। শিউংয়ের শুঁইয়ের উত্তরাঞ্চলের শপিং মল কেন্দ্রে এ ঘটনা ঘটে। সিএনএ পুলিশ জানিয়েছে, মুখোশধারী বিক্ষোভকারীরা শপিং মলে ভেতরে ঢুকে হট্টগোল সৃষ্টি এবং দোকানে লোহার বস্তু নিক্ষেপ করে। তারা …