ট্রাম্পের শুল্ক হুমকির মুখেই কি ভারত ইইউর দিকে ঝুঁকছে
আগামী সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। তবে এই সফর কেবল প্যারেড দেখা বা ভোজসভার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। দুই পক্ষের মূল লক্ষ্য হলো, দীর্ঘ ২০ বছর ধরে ঝুলে থাকা ‘মুক্ত বাণিজ্য চুক্তি’ (এফটিএ) চূড়ান্ত করা।
অনেক বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা একে ‘মাদার অব অল ডিলস’ বা বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্যচুক্তি হিসেবে অভিহিত করছেন।
ট্রাম্পের প্রভাব ও বিশ্বরাজনীতি
বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তির পেছনে বড় একটি কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি। ট্রাম্প ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। অন্যদিকে গ্রিনল্যান্ড দখল নিয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও তাঁর বাণিজ্যিক বিরোধ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন উভয়ই বুঝতে পারছে, যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকিপূর্ণ।
লন্ডনভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের মতে, এই চুক্তির মাধ্যমে ভারত বিশ্বকে বার্তা দিতে চায়, তারা কোনো নির্দিষ্ট দেশের (যুক্তরাষ্ট্র) মর্জির ওপর নির্ভরশীল নয়; বরং তাদের পররাষ্ট্রনীতি স্বাধীন ও বহুমুখী।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিশ্বরাজনীতি