শাহজালালে তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।টার্মিনালের নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ সিরিজের নতুন দু'টি ড্রিমলাইনার- 'সোনার তরী' ও 'অচিন পাখি' এবং এয়ারলাইন্সের মোবাইল অ্যাপও উদ্বোধন করেন।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে ২১ হাজার ৩শ’ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে সরকারি কোষাগার থেকে পাওয়া যাবে পাঁচ হাজার কোটি টাকা এবং বাকি অর্থ জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) থেকে পাওয়া যাবে। জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং কোরিয়ার স্যামসাং একটি কনসোর্টিয়ামের অধীন একটি কনসোর্টিয়াম এই নির্মাণ কাজ করবে।নতুন আন্তর্জাতিক যাত্রী টার্মিনালটি হবে ২২ দশমিক ৫ লাখ বর্গফুট।