![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2019December/imag-1912241447.jpg)
ছারপোকা পাবে না ছাড়
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ২০:৪৭
বাসা-বাড়িতে বড় ধরনের আতঙ্কের নাম ছারপোকা। একবার যদি এই পোকা কারো ঘরে প্রবেশ করে তবে তা বের করা বড্ড কষ্টসাধ্য হয়ে পড়ে। ছারপোকাকে রক্তচোষা বলা হয় কারণ এই পোকা মানুষের অগোচরে রক্ত চুষে নেয়। পুরোপুরি নিশাচর না হলেও ছারপোকা সাধারণত রাতেই সবচে সক্রিয় থাকে।