ঋণগ্রহীতারা যেভাবে ঋণখেলাপি হন
‘সরল ও এক অঙ্কের সুদের নতুন যুগে ব্যাংকিং খাত, সুবিধা নিয়েও ফাঁকফোকর খুঁজছে ব্যাংক, সার্ভিস চার্জ ও প্রসেসিং ফি বাড়ছে, আমানতে তেরো মাসে বছর’ এই শিরোনামে দৈনিক ইত্তেফাকে একটি রিপোর্ট ছাপা হয়েছে। এতে বলা হয়েছে আগামী পহেলা জানুয়ারি থেকে এই এক অঙ্কের সুদের হার চালু হতে যাচ্ছে। বিলুপ্ত হবে চক্রবৃদ্ধি গণনার পদ্ধতি। খবরটিতে ব্যাংক ঋণের ক্ষেত্রে কীভাবে ঋণগ্রহীতাদের ঠকায় তার একটা বিবরণ দেওয়া হয়েছে। কীভাবে নানা প্রকার চার্জ, তস্য চার্জ নিয়ে ব্যাংকের মুনাফা বৃদ্ধি করা হয় তার কথাও রিপোর্টটিতে আছে। এর ফলে দেশের শিল্পয়ন বিঘ্নিত হচ্ছে, উত্পাদনমুখী শিল্প গড়ে উঠছে না, ছোটো ও মাঝারি শিল্প মাথা তুলে দাঁড়াতে পারছে না বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিপরীতে ব্যাংক মালিকদের কাছ থেকে সুবিধা পাচ্ছে ইচ্ছাকৃত খেলাপিরা। এসব হচ্ছে বেসরকারি মালিকরা সরকারের কাছ থেকে নানা সুবিধা আদায় করে নেওয়ার পরও।
- ট্যাগ:
- মতামত
- ঋণগ্রহীতা
- ব্যাংকিং খাত
- ঋণখেলাপি