![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3FimgPath%3D2019November%252Falekjandar-20191222134304.jpg)
নানা হলেন আলেক জান্ডার বো
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৩
এক সময়েল তুমুল আলোচিত নায়ক ছিলেন আলেকজান্ডার বো। শহিদুল ইসলাম খোকন পরিচালিত ‘ম্যাডাম ফুলি’র মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন ১৯৯৫ সালে। এরপর অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। মার্শাল আর্টে দক্ষ হওয়ায় ছবিতে তার দুর্দান্ত অ্যাকশন দর্শকদের মনে পড়ে। এক সময় অশ্লীল ছবির নায়ক হিসেবে অভিযুক্ত হন। সিনেমায় দীর্ঘ বিরতির পর এই বছর ‘পদ্মার প্রেম’ সিনেমা দিয়ে আবারও পর্দায় ফেরেন তিনি। চলতি বছর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে কার্যকরী পরিষদ সদস্য পদে বিজয়ী হয়েছেন। সব মিলিয়ে আবারও চলচ্চিত্র পাড়ায় সরব আলেকজান্ডার বো। সম্প্রতি তিনি নানা হয়েছেন। আর ফেসবুকে পোস্ট দিয়ে ভক্তদের জানিয়েছেন খুশির খবরটি। ফেসবুকে একটি শিশুকে কোলে নিয়ে ছবি পোস্ট করেছেন আলেকজন্ডার। পাশে তার স্ত্রীও রয়েছেন।
- ট্যাগ:
- বিনোদন
- অভিনেতা
- নানা
- আলেকজান্ডার বো
- ঢাকা