আইন বলছে, পাখি মারা দণ্ডনীয় অপরাধ। মারলে জেল-জরিমানা। আইন বলছে, কারেন্ট জাল ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। করলে জেল-জরিমানা। কিন্তু কারেন্ট জাল পেতে অকাতরে পক্ষী নিধন করে একসঙ্গে দুই আইন ভাঙা যে বন্ধ হয়নি, তার সর্বশেষ প্রমাণ প্রথম আলোর গতকাল শনিবারের একটি প্রতিবেদন। প্রতিবেদনে দেখা যাচ্ছে, রাজবাড়ীর গোয়ালন্দে পাখির উপদ্রব থেকে সবজি রক্ষায় খেতে সমানে কারেন্ট জাল ব্যবহার করা হচ্ছে। জালে আটকা পড়ে মারা...
- ট্যাগ:
- মতামত
- পাখি
- কারেন্ট জাল
- নিধন
- রাজবাড়ী (ঢাকা)