You have reached your daily news limit

Please log in to continue


বেডরুমে মিমির ভিডিও ভাইরাল!

সকালবেলা তাড়াতাড়ি করে উঠে কোথাও যাওয়ার থাকলে কার না ভালো লাগে? বিশেষ করে সময়ে কোনো জায়গায় পৌঁছনোর থাকলে যেন আরো বেশি করে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তবে এই তালিকায় শুধু আপনি, আমি নেই, রয়েছেন সকালবেলা তাড়াতাড়ি করে উঠে কোথাও যাওয়ার থাকলে কার না ভালো লাগে? বিশেষ করে সময়ে কোনো জায়গায় পৌঁছনোর থাকলে যেন আরো বেশি করে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তবে এই তালিকায় শুধু আপনি, আমি নেই, রয়েছেন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীও। সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে মিমি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে সম্প্রতি মিমি গিয়েছিলেন মুম্বাইতে। মুম্বাই থেকে কলকাতায় ফেরার জন্য মিমির বিমান ছিল সকালেই। বিমান ধরার জন্য তাড়া থাকলেও, কিছুতেই যেন বিছানা ছাড়তে মন চাইছে না মিমির। কোনো একজনকে প্রায় জোরজবরদস্তিই মিমিকে বিছানা থেকে তুলে দিতে দেখা যায়। যদিও শেষপর্যন্ত মিমি বিমানবন্দরে পৌঁছান, এবং বিমান ধরতে সফলও হন।  মিমির কথায়, সব সময়ই নাকি বিমান ধরার জন্য তার এই অবস্থাই হয়। যদিও প্রত্যেকবারই শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে বিমানে উঠে গিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন